আরও অ্যাপল পণ্যে এআই আসছে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন পণ্যগুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করছে। তবে এ প্রযুক্তিতে এখনো বেশ কিছু সমস্যা দেখছে অ্যাপল। সেগুলো সমাধানে মনোযোগ দেওয়ার কথা বলেছেন অ্যাপল প্রধান টিম কুক। এরই মধ্যে নিজেদের কয়েকটি পণ্যে এর ব্যবহারও শুরু করেছে অ্যাপল।

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সম্ভাবনা অবশ্যই চমৎকার’ মনে করেন কুক। বৃহস্পতিবার অ্যাপলের আর্থিক আয়ের বিবরণী দেওয়ার আয়োজনে তিনি বলেন “আমরা এআই’কে বিশাল এক খাত হিসাবে দেখি।”

হিসাব বিবরণীতে উঠে এসেছে, আইফোন বিক্রির পাশাপাশি বিভিন্ন পরিষেবাকেন্দ্রিক ব্যবসাও চমৎকার ফলাফল দেখিয়েছে। ফলে, এটি ম্যাক ডিভাইসের বিক্রি কমে যাওয়ার ‘ধাক্কা সামলাতেও’ সাহায্য করেছে। রয়টার্স।

বিবরণী প্রকাশের পর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের ভাবনা ও অ্যাপল একে কীভাবে ব্যবহারের পরিকল্পনা করছে, সে সম্পর্কে কুককে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, কোম্পানি ‘পণ্যের রোডম্যাপ’ প্রকাশ না করলেও এ ব্যবস্থা অ্যাপলের মনোযোগের অন্যতম জায়গা।

এরই মধ্যে বিল্ট ইন হিসাবে থাকা ‘ফল ডিটেকশনের’ মতো কোম্পানির নিজস্ব বিভিন্ন পণ্যের কথাও উল্লেখ করেন তিনি। ‘আমি মনে করি, এ ধরনের ব্যবস্থা কীভাবে পরিচালনা করতে হবে, সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা খুবই গুরুত্বপূর্ণ।’ -বলেন তিনি।

amazing)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *