আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার আশা তাসকিনের

চোটে পড়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তাসকিন আহমেদের। তাঁর খেলা হচ্ছে না চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও। দল যখন ইংল্যান্ডে, তাসকিন দেশে ফেরার লড়াইয়ে নেমেছেন। পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় দিন শেষে তাসকিন জানিয়েছেন, দ্রুতই ফেরার আশা করছেন তিনি।নির্দিষ্ট করে বললে, তাসকিনের আশা, আগামী জুনে আফগানিস্তান সিরিজ দিয়ে তিনি ফিরতে পারবেন। আজ সংবাদমাধ্যমকে এই পেসার বলেছেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে দেখবেন আমারও আশা (আফগানিস্তান সিরিজে ফেরা)। যদি তেমন কোনো সমস্যা না হয়, তার আগেই পুরোপুরি সুস্থ হওয়ার কথা।’নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে তাসকিন বলেছেন, ‘আল্লাহ রহমতে খুব সুন্দর প্রক্রিয়ায় পুনর্বাসন চলছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কম মানসিকতার বোলিং শুরু করব। সম্পূর্ণ আসলে প্রোগ্রেসের ওপর নির্ভর করবে। আশা করছি, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব।’এই মুহূর্তে বাংলাদেশ দলের এক নম্বর পেসার তাসকিন। স্বাভাবিকভাবে তাঁকে দলের মিস করার কথা। এ নিয়ে তাসকিন বলেছেন, ‘আল্লাহ রহমতে দলে সবার মধ্যে কাজের নিয়ম ও প্রক্রিয়া ভালোভাবে তৈরি হচ্ছে। সেই সঙ্গে আমাদের দলের ইউনিটি ও প্রক্রিয়া অনেক ভালো যাচ্ছে। এই জিনিসটা চাই। এই সুন্দর প্রক্রিয়াটা শুধু জাতীয় দলে না, অনূর্ধ্ব-১৫, ১৬ এর খেলোয়াড়দের মধ্যেও আনা যে, আমাদের মধ্যেও একটা শৃঙ্খলা ও প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। নিজেরাও বড় ক্রিকেটার হতে পারব, সঙ্গে দেশও লাভবান হবে।’ Great)

About admin

Check Also

অন্তর্ভুক্তিমূলক নাকি আরও কঠোরতার পথে তুরস্ক

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *