শ্যামনগরে বৃদ্ধার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাদঘাটা গ্রামের একটি পুরোনো ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত ইসলাম গাজীর স্ত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দা অনাথ মন্ডলসহ অনেকে জানান, বৃদ্ধা মমতাজের সন্তানেরা অন্যত্র বসবাস করতেন। ওই বৃদ্ধা তার স্বামীর রেখে যাওয়া ঘরে একা থাকতেন। রোববার দুপুরে স্থানীয়রা ঘরের মধ্য থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সাখায়াত হোসেন মরদেহ উদ্ধার করেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। awesome)

About admin

Check Also

বাজেট কি বাস্তবসম্মত হলো

বিশ্ব অর্থনীতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিডের ধাক্কা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যসহ প্রায় সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *