রবীন্দ্র জন্মজয়ন্তীর টিভি আয়োজন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। নির্বাচিত সেসব অনুষ্ঠান নিয়ে এই প্রতিবেদন।বিটিভিবিকেল সাড়ে ৪টায় প্রচার হবে আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’। ঈমাম হোসাইনের প্রযোজনায় এবং তামান্না তিথির উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করবেন বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘শেষের কবিতা’র শেষ পর্ব। রাত ৯টায় পুনঃপ্রচার করা হবে নাটক ‘অপরিচিতা’। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে রবীন্দ্র জন্মজয়ন্তীর বিশেষ সংগীতানুষ্ঠান। উপস্থাপনায় তাসনুভা মোহনা, প্রযোজনা আবু তৌহিদ।এটিএন বাংলাসেলিম দৌলা খানের পরিচালনায় দুটি সংগীতানুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। সকাল ৯টা ১৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘কী সুর বাজে আমার প্রাণে’ এবং সকাল ১০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘পুরানো সেই দিনের কথা’।চ্যানেল আইবেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে মাহবুবা ইসলাম সুমীর পরিচালনা ও চিত্রনাট্যে তৈরি ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘তুমি রবে নীরবে’। অভিনয়ে কলকাতার ভাস্বর চট্টোপাধ্যায় ও অমৃতা চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের তানজিন তিশা, ইরফান সাজ্জাদ প্রমুখ। বেলা ১টা ৫ মিনিট রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’। বেলা ১টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রের রবীন্দ্রনাথ’। উপস্থাপনা ও পরিচালনায় অরুণ চৌধুরী। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেকটিভ গল্প অবলম্বনে তৈরি নাটক ‘ডিটেকটিভ’। পরিচালনায় আকা রেজা গালিব। রাত ১০টায় মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে নেপালে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতানুষ্ঠান ‘মধুর খেলা’। এনটিভিসকাল ৬টা ১৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘জন্মের প্রথম শুভক্ষণ’। প্রযোজনায় হাসান ইউসুফ খান। অংশগ্রহণে ভাস্কর চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা ও শিরিন ইসলাম। ৬টা ৫৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘একটুকু ছোঁয়া লাগে’। প্রযোজনায় জাহাঙ্গীর চৌধুরী। অংশগ্রহণে শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, আসিফ ও অমৃতা খান। রাত ১টায় নাটক ‘হঠাৎ দেখা’। হঠাৎ দেখা কবিতার অনুপ্রেরণায় চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নুসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু প্রমুখ।আরটিভিরবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে নির্মিত নাটক ‘তপস্বিনী’। নাট্যরূপ ও পরিচালনায় সুমন আনোয়ার। প্রচারিত হবে রাত ৮টায়। এতে বরদানন্দ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং ষোড়শী চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মমকে। অন্যান্য চরিত্রে রয়েছেন দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, হেলাল, হান্নান শেলী প্রমুখ।বাংলাভিশনবিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রাঙিয়ে দিয়ে যাও’। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গেয়ে শোনাবেন ড. অণিমা রায়। আবৃত্তি ও সঞ্চালনা করেছেন মাহিদুল ইসলাম। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির শিল্পীরা পরিবেশন করবেন কবিতা থেকে আবৃত্তি। সমবেত সংগীত পরিবেশন করবে সুর বিহার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।দুরন্ত টিভিপার্থ প্রতিম হালদারের পরিচালনায় ‘মম চিত্তে নিতি নৃত্যে’ অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টায়। কবির সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’ প্রচার হবে বেলা ৩টায়। ‘মাধো’ কবিতা অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’। নাটক ডাকঘর অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকঘর’। Great)

About admin

Check Also

টিভিতে আজকের খেলা (৩ জুন ২০২৩, শনিবার) 

এফএ কাপের ফাইনালে আজ খেলবে ম্যানচেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ ওয়ানে রাতে মুখোমুখি হবে পিএসজি-ক্লেঁরম ফুত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *