জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা যমুনায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে।কারখানা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে কারখানায় গ্যাস সংকট দেখা দিলে উৎপাদন বন্ধ থাকে। এ সংকট কাটিয়ে ডিসেম্বরে উৎপাদনে ফিরে যমুনা কারখানা। এক মাস না পেরোতেই ফের অ্যামোনিয়া প্যান্টের রিফরমার টিউবে লিকেজ দেখা দেয়। এভাবে গত জানুয়ারি মাসে দুই দফা যান্ত্রিক ত্রুটিতে যমুনার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। এরপর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরে যমুনা। তিন মাস না পেরোতেই আজ সোমবার সন্ধ্যায় আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।এ ব্যাপারে যমুনা সারকারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় হঠাৎ কারখানার অ্যামোনিয়া সিনগ্যাস কম্প্রেসর ট্রিপ করে। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।’ তবে দ্রুত সময়ের মধ্যে ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরতে কাজ চলছে বলে জানান তিনি। Great)
Check Also
চেনা চরিত্রে হলিউডে সামান্থা
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে ভারতজুড়ে জনপ্রিয়তা পান দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি …