সাতক্ষীরার দেবহাটায় পানিতে ডুবে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় একই সঙ্গে দুই শিশু ও সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ। তিনি জানান, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’পারুলিয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) ও তাঁর প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন (৪) পানিতে ডুবে মারা গেছে। আজ বিকেলে তারা বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অপরদিকে সখিপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, ইউনিয়নের তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭) পানিতে ডুবে মারা গেছে। সে দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় রুহুল ডুবে গেলে তার বড়ভাই চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। amazing)
Check Also
বৃষ্টিতে আইপিএল ফাইনাল পেছাল,হবে কাল
২০২৩ আইপিএলের ফাইনালের দিন যে বৃষ্টি বাগড়া দেবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শেষ …