গতিপথ কোন দিকে, আঘাত হানবে কি বাংলাদেশে  

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পাশের আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আজ সোমবার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে কিনা তা এই মূহূর্তে নিশ্চিতভাবে বলা না গেলেও আবহাওয়ার সর্বশেষ গতি-প্রকৃতি সেই আভাসই দিচ্ছে।আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপটির বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বেড়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে সোমবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আন্দামান সাগের প্রভাব ফেলতে পারে। ওই নিম্নচাপ আগামী বুধবারের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে এর জোরালো প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, বুধবার নিম্নচাপ থেকে মোখার জন্ম নিতে পারে। শুরুতে পূর্ব উপকূলের দিকে এগোবে মোখা। পরে ডান হাতি বাঁক নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। এটি কোথায় আঘাত হানতে পারে সেবিষয়ে কোনো ধারণা এখনো মিলেনি।ভারতের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার আন্দামানে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও থাকবে সেই হাওয়ার দাপট। এর মধ্যেই জেলেদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।তবে যুক্তরাষ্ট্র আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মোকার মোকাবিলায় তুঙ্গে প্রস্তুতি।পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিও প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই দেশের আবহাওয়া দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি। তবে যদি ঘূর্ণিঝড় মোকার কোনও প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে মোকাবিলায় প্রস্তুত হাসিনার দেশ, এমনটাই জানানো হচ্ছে ওপার বাংলার প্রশাসনের তরফেপূর্বাভাসে বলা হয়, ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ৮ মে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে। ৯ মে আরেকটু ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা উত্তর দিকে এগোতে শুরু করবে। বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে ও উত্তর আন্দামান সাগরে পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব সোমবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পড়তে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানে সমুদ্র তীরের সব বিনোদনমূলক ব্যবস্থা বন্ধ রাখতে বলা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জেলেদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সকতর্কা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সঙ্গেই আন্দামানে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই লঘুচাপ থেকে গুরুতর ক্রান্তীয় ঘূর্ণিঝড় রূপ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ কেনবিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের যৌথ প্যানেল ডব্লিউএমও/এসকাপ- এর ‘প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’ ১৩টি দেশের সুপারিশ মোতাবেক ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রতিটি দেশই নামকরণের সুযোগ পায়।কোনও ব্যক্তি বা দেশ যাতে আঘাত না পায় এমনভাবেই নামকরণ করতে হয় ঘূর্ণিঝড়ের। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। লোহিত সাগরের উপকূলবর্তী দেশটির একটি বন্দরনগরীর ইংরেজি নাম ‘Mocha’। নগরী গোটা বিশ্বে কফি রপ্তানির জন্যও বিখ্যাত। আর তাই ইয়েমেন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোখা। amazing)

About admin

Check Also

ফাইনালে মৌসুমের শেষ ডার্বি

প্রিমিয়ার লিগ আগেই নিশ্চিত হয়ে গেছে। আগামী ১০ জুন, ইস্তানবুলে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *