খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় প্রবেশ করে ১০টার দিকে তিনি বের হন। এ সময় তিনি বিএনপি প্রধানের শারীরিক খোঁজ নেন এবং কুশলাদি বিনিময় করেন বলে জানান মান্না।

তিনি বলেন, খালেদা জিয়াকে তিনি যেমন দেখেছেন তাতে তাকে সুস্থ মনে হয়নি। চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন তাকে বলেছেন, তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার ছিল। কিন্তু তা তো দেওয়া হচ্ছে না। যার কারণে পুরোপুরিভাবে তিনি সুস্থও হতে পারছেন না।

এর আগে ২০২০ সালে মে মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসায় সাক্ষাৎ করেছিলেন মাহমুদুর রহমান মান্না।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এরপর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে। গুলশানের ভাড়াবাসা ফিরোজায় থাকছেন খালেদা জিয়া। তার সঙ্গে সাধারণ কোনো নেতা দেখা করতে পারেননা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

স্থায়ী কমিটির সদস্যরা প্রতিবছর দুই ঈদে দেখা করেন। এছাড়া কিছুদিন আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ও ঢাকা মহানগর বিএনপির প্রকৌশলী ইশরাক হোসেন তার সঙ্গে সাক্ষাত করেন। বিএনপি নেতাদের বাইরে মান্না ছাড়াও গত বছরের ডিসেম্বরে ড. রেজা কিবরিয়া স্ত্রীসহ দেখা করেছিলেন।

awesome)

About admin

Check Also

চট্টগ্রাম থেকে অপহৃত যুবক মিয়ানমারে উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া এক যুবককে ১৫ দিন পর মিয়ানমার থেকে উদ্ধার করেছে পুলিশ। তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *