উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মানসম্মত ক্যানটিন ও অধ্যক্ষের পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার ৭ নম্বর সেক্টরের হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সামনে আন্দোলন করে শিক্ষার্থীরা। ‘অধ্যক্ষের পরিবর্তন চাই তা ছাড়া গতি নাই, মানসম্মত ক্যানটিন চাই রাজপথ ছাড়ি নাই, মামলামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই, রাজনীতিমুক্ত স্কুল চাই’- এসব শ্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আমাদের আন্দোলন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। আমরা চাই আমাদের ক্যাম্পাস থেকে এসব মুক্তি পাক। শিক্ষার পরিবেশ সৃষ্টি হোক। আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসুক।  আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুর রহমান বলেন, ‘তোমাদের সবার দাবির সঙ্গে আমিও একমত। এসব দাবি নিয়ে আমরা গভর্নিং বডির সঙ্গে কথা বলেছি। তোমরা লিখিত দাও, আমরা এসব দাবিগুলো মিটিংয়ে উপস্থাপন করব।’ এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।  Great)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *