অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে ইউরোপের সর্ববৃহৎ গণমাধ্যমকর্মীদের সংগঠন ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পর্তুগাল, স্পেন, ইতালি, জার্মানি ও পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের পথচলার দুই বছরে সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে প্রেসক্লাবের সদস্যরা ভূমিকা রাখার জন্য নির্দেশনামূলক বক্তব্য দেন।
একই সঙ্গে এ বছরে ইউরোপের যে কোনো দেশে একটি মিলনমেলা করার বিষয়টি অবহিত করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
৬ মে শনিবার সন্ধ্যায় জুম মিটিংয়ের মাধ্যমে জমির হোসেনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার এমআর আহমেদের (রাজ) সঞ্চালনায় সাধারণসভায় (২০২৩) সংগঠনকে গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিস, সহসভাপতি হাবিব উল্লাহ বাহার (জার্মানি), যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী (পর্তুগাল), ক্রীড়া ও সস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (পর্তুগাল, লিসবন) এবং স্পেন থেকে ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে জমির হোসেন ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দূতাবাসের সঙ্গে অনেক সময় দূরত্ব কিংবা ঝামেলার সৃষ্টি হয়।
সে লক্ষ্যে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সব সদস্যকে এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে সঠিক আলোচনার মাধ্যমে সদস্যদের কাজ করতে আহ্বান করেন। এ সময় তিনি বাংলাদেশের মূলধারার সাংবাদিকদের অনুসরণ করে প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে তাগিদ দেন আলোচকরা।
[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে
আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে
পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার
নামে প্রকাশ করা হবে।]
awesome)