নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন সচেষ্ট। পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আসন্ন। আমরা স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচনগুলো করতে চাই।’ অপর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হয়। ভালোভাবে নির্বাচন পরিচালনার জন্য সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে।’ আজ সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় এসব বক্তব্যে এসব কথা বলেন। এ সময় সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। awesome)
Check Also
আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …