স্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সালমান মুক্তাদিরের

ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিয়ে করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। দিশা ইসলামকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন সালমান। বিষয়টি নিয়ে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিনি। নববধূকে নিয়ে বিস্তারিত লিখেছেন সালমান।

দিশাকে নিয়ে সালমান লিখেন- ‘শুরুতে আমরা বন্ধু ছিলাম। তারপর থেকে সে কখনো আঘাতমূলক বা অসম্মানজনক কিছু বলেনি। সে সবসময় আমাকে মানুষের সামনে সম্মানিত করেছে, যেখানে অন্যরা আমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছে, অন্য মেয়েরা আমার সঙ্গে ছবি তুলেছে; কিন্তু আমার স্ত্রী কখনো আমার সঙ্গে ছবি তোলেনি। বরং আমার সঙ্গে কথা বলেছে, তার জীবনের গল্প বলেছে। সর্বশেষ আমরা পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করি। কিন্তু সিনেমার মতো প্রত্যেকে আমাদের বিরুদ্ধে ছিল। ৭ মাস আমার স্ত্রী সংগ্রাম করেছে, নরকের মধ্য দিয়ে সময় পার করেছে। সপ্তাহ, মাস তিনি আমাকে একটি মেসেজ কিংবা কল করতে পারেনি। মাসের পর মাস আমি তাকে দেখতে পাইনি। আমি ভেবেছিলাম আমার জীবনে আরেকটি ব্যর্থ প্রেম যুক্ত হতে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করা কঠিন, এই মেয়ে অন্য মেয়েদের মতো নয়।’
২৪ ঘণ্টার কম সময়ে দিশাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন সালমান। তার স্ত্রীর বিষয়ে তিনি আরও লিখেন- ‘দীর্ঘ ৭ মাস পর আমার স্ত্রীর বেস্ট ফ্রেন্ড ফোন করে আমাকে জিজ্ঞাসা করে- ‘সবকিছু ছেড়ে সে (দিশা) যদি বাচ্চাদের নিয়ে তোমার দরজায় হাজির হয়, তুমি কি তাকে গ্রহণ করতে পারবে? নাকি বিষয়টা তোমার জন্য বোঝা হয়ে যাবে?’ এ কথা শুনে আমার শরীর ঠাণ্ডা হয়ে গিয়েছিল। আমি বিস্মিত হয়েছিলাম। এমন বিক্ষিপ্ত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টার কম সময় নিয়েছিলাম। এখনকার দিনে তার মতো এত শক্তিশালী কোনো ভালোবাসা নেই। আমি কখনই এমন কাউকে পাব না, যে সালমান মুক্তাদিরের মতো একটি ছেলের জন্য সবকিছু ছেড়ে আসব। সে আমার হৃদয়-আত্মা দেখেছে। মানুষ হিসেবে সে আমাকে সম্মান করে, সে তার সবকিছু দিয়ে আমাকে ভালোবাসে। সে আমার জন্য তার সবকিছু ত্যাগ স্বীকার করেছে। এই নারী শিক্ষিত, স্মার্ট, জ্ঞানী ও শক্তিশালী। আর এমন একজন মেয়ে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে।’

সালমান আরও লিখেন- ‘দয়া করে আমার স্ত্রীর প্রকৃত যোগ্যতা এবং গুণাবলী না জেনে তার সম্পর্কে খবর এবং পোস্ট শেয়ার করবেন না। সে দুর্বল ও অসহায় নারী নন। সে রানী। সে আমার জন্য তার রাজ্য ছেড়েছে। আপনি আমার স্ত্রীকে জানেন না। আপনি জানেন না সালমান মুক্তাদিরের স্ত্রী হতে কী লাগে! আল্লাহ আমাদের ওপর তার রহমত বর্ষণ করুন এবং আমাদের সমস্ত নেতিবাচকতা এবং বিষাক্ততা থেকে দূরে রাখুন। আমরা খুব সুখী। আলহামদুলিল্লাহ।’

তিনি আরও লিখেন- ‘সে আমাকে গাইড করে। আমি রেগে গেলে সে আমাকে শান্ত করে। সে খুবই মজার, যত্নশীল। সে সর্বদা পরিবার ও বন্ধুদের কথা ভাবে। সে আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে।’

সালমান লিখেন- ‘এটি খুবই লজ্জাজনক, যদি আপনি একজন ব্যক্তিকে তার অতীত দ্বারা বিচার করেন। তাই তার প্রতি আপনারা সদয় হোন। প্রথমে তাকে জানতে চেষ্টা করুন। আশা করি, আপনারা সবাই এমন একটি ভালোবাসা খুঁজে পাবেন, যা আপনার জীবনকে পরিপূর্ণ করে দেবে।’

Great)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *