সেবাপ্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে: ইউএনওদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সেবাপ্রার্থীদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। আজ রোববার রাজধানীর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ফিট লিস্টভুক্ত ইউএনওদের জন্য উপজেলা প্রশাসন ও উন্নয়নবিষয়ক ওরিয়েন্টেশন শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে কোর্স পরিচালক আতাউল গণি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। দুই সপ্তাহ মেয়াদি এ কোর্সে ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘নিজেদের চাকরি ও সরকারের মর্যাদা রক্ষার জন্য সব ধরনের সেবাপ্রার্থীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সবাইকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। এমন কোনো কাজ বা আচরণ করা যাবে না, যাতে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এসব বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই সরকারি কর্মচারীদের আচরণের ওপর সরকারের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে। জনগণ যেন সরকারি দপ্তরে এসে যথাযথ সেবা পায়, সে জন্য সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। amazing)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *