রায়পুরায় ছিনতাই করা বাস কেটে যন্ত্রপাতি বিক্রির চেষ্টা, আটক ৩

নরসিংদীর রায়পুরায় ছিনতাই করা বাস কেটে যন্ত্রপাতি বিক্রির চেষ্টার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় বাসের বডিসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী এলাকায় এ ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে ওই বাস ছিনতাই হয়।বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম। তিনি বলেন, ‘ছিনতাই করা বাসটি আজ বিকেলে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। একজনকে আদালতে পাঠানো হয়। বাকি দুজনকে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’আটক ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার মানিকনগর এলাকার আল আমীন (৩০), একই উপজেলার রাধানগর ইউনিয়নের রাসেল মিয়া (২৫) এবং বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের স্বপন মিয়া (২৯)।বাসটির মালিক হলেন মো. দিদার নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি বরিশাল জেলায়।পুলিশ ও দিদার জানান, দিদারের বাস ঠিকানা পরিবহনের নামে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে গাজীপুরের চন্দ্রা রুটে চলাচল করে। শুক্রবার রাতে সাইনবোর্ড এলাকার সান সিএনজি ফিলিং স্টেশন থেকে বাসটি ছিনতাই হয়। এরপর সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক মুখোশধারী বাসটি ছিনতাই করে। পরে রায়পুরায় নিয়ে এসে বাসটি কেটে যন্ত্রপাতি বিক্রির চেষ্টার সময় স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ বাসের বডি, যন্ত্রাংশসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।দিদারের স্বজন আরিফ বলেন, রায়পুরার মহেষপুর ইউনিয়নের চয়ন শেখ (৩৫) নামের এক যুবক কয়েক বছর ধরে ছিনতাই হওয়া বাসে সহকারী হিসেবে কাজ করেছেন। ছয়-সাত মাস আগে তিনি অন্যত্র কাজে যোগ দেন। ফুটেজে দেখা গেছে, চয়নের মতো দেখতে এক মুখোশধারী কৌশলে চাবি নিয়ে বাসটি সিএনজি স্টেশন থেকে চালিয়ে নিয়ে যাচ্ছেন।আরিফ আরও বলেন, ‘আমরা চয়নের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিই। খবর পেয়ে আজ বিকেলে রায়পুরা থানায় এসে দেখি, ছিনতাই করা বাসটির যন্ত্রাংশসহ বডি পুলিশের হেফাজতে রয়েছে।’ awesome)

About admin

Check Also

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে কায়েসের সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *