টঙ্গীতে টুপি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ক্যাপ (মাথার টুপি) তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের সাতাইশ এলাকার জিজে ক্যাপস হেডওয়ার লিমিটেড নামক কারখানায় আগুন লাগে।আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ ফায়ার সাভির্সের ৮টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।কারখানা সূত্রে জানা যায়, আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকেরা। কারখানার ভেতর আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে সড়কের অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে টঙ্গী ও পরে গাজীপুর ও উত্তরা ফায়ার সাভির্সের মোট ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই। আগুন নেভাতে ফায়ার সাভির্স কর্মীরা কাজ করছেন। কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে। আগুন লাগার পর শ্রমিকেরা কারখানা থেকে বেড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে আমাদের শ্রমিকেরা আগুন নেভাতে কাজ করছে। amazing)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *