গাছায় সাবেক মেয়র এমএ মান্নানের স্মরণসভা

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় ডেগেরচালা এলাকায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সুরুজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য এএইচ সিরাজুল হক।

এতে সভাপতিত্ব করেন গাছা মেট্রো থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সঞ্চালনায় ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

অধ্যাপক এমএ মান্নানের বর্ণাঢ্য রাজনীতি নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন- গাছা মেট্রো থানা বিএনপির নেতা মো. নাঈম ইসলাম, মো. জাহাঙ্গীর হাজারী, মো. জব্বার সরকার, মো. কামরুজ্জামান বিপ্লব, মো. মোশারফ হোসেন ভুঁইয়া, মো. শুক্কুর আলী ভাণ্ডারী, বাসির উদ্দিন মণ্ডল, মো. হামিদ মণ্ডল, মোহাম্মদ আলী, মো. কামরুল ইসলাম, মো. আবুল হাশেম, মো. আব্দুল আউয়াল সরকার, মো. নজরুল মুক্তার, মো. শফিকুল ইসলাম খান, সাজিদুর রহমান রাসেল, মো. মঞ্জুর আহমেদ, মো. ইফতেখার আহমেদ রিপন, যুবদল নেতা মো. রুবেল সরকার, মো. জুয়েল তাজ প্রমুখ।

আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও অধ্যাপক এমএ মান্নানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Great)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *