ইবির জিয়া হলের ফটকে তালা শিক্ষার্থীদের

অপরিচ্ছন্ন পরিবেশ, খাবারের নিম্নমান, ওয়াইফাই সংযোগ না থাকা ও বিশুদ্ধ খাবার পানির সংকটসহ নানান সমস্যা সমাধানের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে হলের ফটকের সামনে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন হাতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে শিক্ষার্থীদের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

এ সময় ‘ওয়াইফাই সমস্যার স্থায়ী সমাধান চাই’, ‘ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করুন’, ‘বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে হবে’, ‘হলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে’, ‘হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে’, ‘দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ করুন’, ‘বেতন ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই’, ও ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে নইলে দায়িত্ব ছাড়তে হবে’সহ বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

হলের আবাসিক শিক্ষার্থী হানিফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই খারাপ, টয়লেটগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। এছাড়া টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ট্যাপের পানি খেতে হচ্ছে। গত এক সপ্তাহ যাবত হলে ওয়াইফাই নেই। বিষয়গুলো নিয়ে কয়েকবার প্রভোস্ট স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি।

হল প্রভোস্ট ড. আব্দুল জলিল পাঠান সাংবাদিকদের বলেন, হলের ফান্ডে তেমন টাকা নেই। ফান্ড গঠনসাপেক্ষে যত দ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।

amazing)

About admin

Check Also

চট্টগ্রাম থেকে অপহৃত যুবক মিয়ানমারে উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া এক যুবককে ১৫ দিন পর মিয়ানমার থেকে উদ্ধার করেছে পুলিশ। তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *