শনিবার যে ৮ দেশে ঈদ উদযাপিত হবে

অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে শনিবার (২০২৩ সালের ২২ এপ্রিল) ঈদ আল ফিতর উদযাপন করবে। কারণ, এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এদিকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং অন্যান্য দেশ আজ মাগরিবের নামাজের পর শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বিভিন্ন আয়োজন সম্পন্ন করছে।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের সকল মুসলমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আমন্ত্রণ জানিয়েছে। আজ এসব দেশে শাওয়ালের চাঁদ দেখা গেলে চলমান পবিত্র রমজান মাস শেষ হয়ে যাবে এবং শুক্রবার ঈদুল ফিতর হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পেলে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির সঙ্গে (০২৬৯২১১৬৬ নম্বরে) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহস্পতিবার ২৯তম রমজান চলছে এবং আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার (২১ এপ্রিল) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০তম রোজা পালন শেষে পরদিন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সকল মুসলমানকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, ‘যারাই খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখবেন তাদের নিকটতম আদালতে তা রিপোর্ট করার এবং সাক্ষ্য নিবন্ধন করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।’

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত ২৩ মার্চ পবিত্র রমজান শুরু হয়।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের মতে, পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে ঈদ আল ফিতর। এ ধর্মীয় অনুষ্ঠান ২০২৩ সালের শনিবারেও অনুষ্ঠিত হতে পারে। সঠিক তারিখটি শুধুমাত্র চাঁদ দেখার ওপর ভিত্তি করে নিশ্চিত করা হবে। মুসলিম বিশ্বের দেশগুলো আজ মাগরিবের নামাজের পর শাওয়াল মাসের অর্ধচন্দ্রাকার ঈদের চাঁদ অনুসন্ধানের জন্য বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে।
সূত্র : গালফ নিউজ

About admin

Check Also

লজ্জা থাকলে ভোট চাইতে আসবেন না

আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে তুরস্কের জাতীয় নির্বাচন। ভয়াবহ ভূমিকম্পের ফলে বেশ বেকায়দায় পড়েছেন দেশটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *