লজ্জা থাকলে ভোট চাইতে আসবেন না

আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে তুরস্কের জাতীয় নির্বাচন। ভয়াবহ ভূমিকম্পের ফলে বেশ বেকায়দায় পড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
হাকান তানরিভার্দি নামে এক ভোটার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, লজ্জা থাকলে এরদোগান যেন তার এলাকায় ভোট চাইতে না আসেন। খবর এনডিটিভির।

হাকান বলেন, ভূমিকম্পের একদিন পর বেলা ২টা পর্যন্ত আমার এলাকায় কোনো উদ্ধারকর্মীর দেখা মেলেনি।
গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ার সীমান্তঘেঁষা তুরস্কের ১০ শহরের প্রায় সাড়ে ছয় হাজার ভবন ধসে পড়েছে।
এ পর্যন্ত দেশ দুটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ সময়মতো উদ্ধার অভিযান চালালে অনেককেই জীবিত উদ্ধার করা সম্ভব হতো।

দুই দশকের শাসনামলের মধ্যে বর্তমানে সবচেয়ে স্পর্শকাতর সময় পার করছেন এরদোগান। আগামী ২০২৮ পর্যন্ত তার গদি ঠিক থাকবে কিনা তা নিশ্চিত হবে আগামী ১৪ মের নির্বাচনে।
তবে তার ক্ষমতার ভীত যে অনেকটাই নড়বড়ে করে ফেলেছে এই ভূমিকম্প, তা আর বলার অপেক্ষা রাখে না।

About admin

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *