Thursday, October 28, 2021
Homeবাংলাদেশইভ্যালি থেকে সরে গেল যমুনা

ইভ্যালি থেকে সরে গেল যমুনা

মুনা গ্রুপ এর পরিচালক মোহাম্মদ আলমগীর আলম এ কথা জানান যে– ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। সোমবার ৬ সেপ্টেম্বর যমুনা গ্রুপের পরিচালক মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আলমগীর আলম ফেসবুকে জরুরি গণ বিজ্ঞপ্তি তে এ কথা বলেছেন।তিনি আরও বলেচে-কোনো চূড়ান্ত বিনিয়োগের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং পুনঃপর্যালোচনা ছাড়া কোনো ব্যবসায়িক খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়।তিনি আরও বলেন, অন্য কোনও কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার এবং অধিকার শুধু যমুনা গ্রুপের একান্ত বিষয়, এটি কারও অনুরোধে ঢেঁকি গেলার বিষয় নয়।অন্য কোনও কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনও দায় অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না বলেও জানান তিনি।

 গত ২৭ জুলাই ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয় যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগের  কথা জানায় যমুনা। এরপর বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ করা হবে ১ হাজার কোটি টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments