কাতার বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা চলাকালে স্ট্রোক করে মারা গেছেন কুমিল্লার কাকন। এদিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরব।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. কাকন কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের বাড়িতে খেলা দেখার সময় স্ট্রোক করে মারা যান বলে তার বড় ভাই মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর।
বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, মৃত্যুর বিষয়টি এখনও জানি না। খোঁজ নিচ্ছি।
সরাসরি দেখুন এই লিংকে! http://studymate24.xyz/live/
ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমরা নিয়ে এসেছি স্পেশাল স্ট্রিমিং সার্ভার!