গণসমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সারা দেশে ছয়টি বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে দলীয় চেয়ারপার্সনের সম্মানে একটি চেয়ার খালি রাখা হয়। ব্যতিক্রম হচ্ছে না বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশেও। বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বলেন, সমাবেশস্থলে মঞ্চের মধ্যখানে বড় আকারের একটি চেয়ার খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে। এটি সমাবেশ শেষ হওয়া অবধি খালিই থাকবে। তারা শূন্য চেয়ারে বেগম জিয়াকে অনুভব করবেন, অনুপ্রানিত হবে।
Check Also
১৯১ অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেয়া হয়েছে : তথ্যমন্ত্রী
১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন …