বিয়ের আগেই মা হওয়ার ব্যাপার এখনো নেতিবাচক দৃষ্টিকোন থেকেই দেখা হয়। কিন্তু বলিউড খুঁজলে এমন অনেক রূপসী নায়িকার নাম বেরিয়ে আসবে যারা বিয়ে করার আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই কর্মগুণে তারকা খ্যাতি পেলেও এই ঘটনার কারণে নিন্দাও জুটেছে এই অভিনেত্রীদের কপালে। তাহলে জেনে নিন এমনই কয়েকজন অভিনেত্রীর কথা….
১. শ্রীদেবী :
শ্রীদেবী হলেন বলিউডের একমাত্র নায়িকা যিনি খোলাখুলি স্বীকার করেছেন যে তিনি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। ১৯৯৬ সালে বনি কাপুরের সঙ্গে যখন শ্রীদেবীর বিয়ে হয় তখন তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই হিসেব থেকে অনেকেই এই সিদ্ধান্তে পৌঁছে ছিলেন, যখন শ্রীদেবি বনির সন্তানের গর্ভধারণ করেন তখনও বনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। বনি-শ্রীদেবীর বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের বড় মেয়ে জাহ্নবীর জন্ম হয়।
২. ভিনা মালিক :
না কারণে তিনি বিভিন্ন সময়ে বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তার সন্তানধারণের বিষয়টি নিয়েও নানা কথা শোনা যায়। সেগুলির মধ্যে একটি হল, দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার সময়েই গর্ভবতী ছিলেন বীণা। এমনকি লোকে এমন কথাও বলে যে, এই সন্তানের প্রকৃত পিতা নাকি বীণার প্রাক্তন এক প্রেমিক।
৩. আনুশকা শঙ্কর :
বিখ্যাত সেতার বাদক রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর বিয়ের পূর্বেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। ব্রিটিশ পরিচালক জো রাইটের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মাঝে হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এ কণ্ঠশিল্পী। তারপর তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
৪. সেলিনা জেটলি :
বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বার বার অস্বীকার করলেও, বিয়ের আট মাসের মাথায় যমজ সন্তানের জন্ম দেন বলিউডের এ নায়িকা। তার অস্ট্রেলিয়ান ছেলে বন্ধু পিটার হ্যাগকে হুট করে বিয়ে করার পরেই এ ঘটনা ঘটে।
৫. অমৃতা আরোরা :
এক প্রকার হুট করেই শাকিল লাদাককে বিয়ে করে ফেলেছিলেন বলিউড নায়িকা অমৃতা আরোরা। পরে অবশ্য বিয়ের কারণ জানা গিয়েছিল। অন্তঃসত্ত্বা হওয়ায় অতি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অমৃতা।
৬. কঙ্কনা সেন শার্মা :
বেশ কয়েক বছর অভিনেতা রণবীর শোরের সঙ্গে প্রেমপর্ব চলার পর ২০১০-এ দুজনে বিয়ে করেন। এদিকে বিয়ের ঠিক পরেই ২০১১ সালের শুরুর দিকে এক পুত্রসন্তানের জন্ম দেন কঙ্কনা। এই থেকে বলিউডে আলোচনা শুরু হয়ে যায়, বিয়ের আগে থেকেই হয়তো অন্তঃসত্ত্বা ছিলেন কঙ্কনা। তবে এই বিষয়টি কঙ্কনা নিজে কখনও স্বীকার করেননি।
৭. মাহিমা চৌধুরী :
বলিউডের আরেকটি প্রিয় মুখ মাহিমা চৌধুরী। তিনিও বিয়ের আগেই অন্তঃসত্বা হয়ে পড়েছিলেন। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার এ খবর তিনি অকপটেই মিডিয়ার সামনে স্বীকার করেছিলেন।
৮. সারিকা :
বলিউড তারকা কামাল হাসানের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী সারিকা। যার ফলে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এ অভিনেত্রী। এ পরকীয়া প্রেমের ফসলই বর্তমান বলিউড নায়িকা শ্রুতি হাসান।
৯. নীনা গুপ্তা :
ক্রিকেট কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্ক ছিল নীনা গুপ্তার। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা গুপ্তা। তাদের মেয়ের নাম মাসাবা।