শীতকাল আসতে না আসতেই ধীরে ধীরে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বাড়তে শুরু করেছে শীতের প্রভাব, শুধু তাই নয় একই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাবও। আর এরই জের ধরে এবার দেশের সকল পুলিশ কর্মকর্তাকে শীতকালীন ইউনিফর্ম পরিধান করার নির্দেশে দিয়েছে সরকার।
গত রোববার পুলিশ সদর দফতরের এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এই আদেশ কার্যকর হবে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম (ফুলহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে।তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করেন এ সময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন, সে ক্ষেত্রে তারা পুলিশ সদরদপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এ সময় বৃদ্ধি করতে পারবেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস ব্রাঞ্চ) মো. আতাউল কিবরিয়া জারি করা আদেশে স্বাক্ষর করেন।
সাধারণত বাংলাদেশের পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফ-হাতা শার্ট পরে থাকে। আর শীতকালে প্রয়োজনে ফুলহাতা শার্ট, সোয়েটার বা জ্যাকেট পরতে পারেন।
আর এর ফলে শুধু শীতের আর্দ্রতা থেকেই রক্ষা পাবে না বরং ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকেও নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন পুলিশ কর্মকর্তারা। আর এ জন্য এই মুহূর্তে শীতকালীন ইউনিফর্ম পড়াটা জরুরি।
Check Also
ওবায়দুল কাদেরের উদ্বোধনী বক্তব্যের সময় হঠাৎ গোলাগুলি, হাসপাতালেএকজন
শুধু বিরোধী দলই নয়, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরেও ঘটছে নানা অপ্রত্যাশিত কাণ্ড। আর …