খুলনার ডাকবাংলো চত্বরে আজ ২২ অক্টোবর দুপুরে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। প্রতিটি মোড়ে তারা অবস্থান নিয়েছে। বিএনপির নেতা কর্মীদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে। অনেক স্থানে পুলিশের সাথেই রয়েছে তারা। আবার কোনো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পরিবর্তে তারাই দায়িত্ব পালন করছে। সমাবেশ স্থানের এক কিলোমিটারের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে পুলিশ সদস্যদের পুলিশ বক্সের মধ্যে বসে থাকতে দেখা গেছে। অন্যদিকে ওই মোড়ে অর্ধশত ছাত্রলীগ যুবলীগ কর্মীকে দেখা গেছে রিকশা ভ্যান নিয়ন্ত্রন ও সমাবেশ অভিমুখি মানুষদের বাধা দিতে। ছাত্রলীগ কর্মী রাসেল ও তানভির জানান, বিএনপি সমাবেশের নামে বিশৃংখলা অরাজকতা করতে চায়, আমরা সাধারণ মানুষের নিরাপত্তায় রাস্তায় নেমেছি।
Check Also
১৯১ অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেয়া হয়েছে : তথ্যমন্ত্রী
১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন …