বিদ্রোহী প্রার্থীকে সাধারণ সম্পাদক করায় সড়ক অবরোধ

নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের বিদ্রোহী প্রার্থীকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা শুক্রবার (১৪ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পৌরসদরের প্রধান সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক ফৌজদার গাঙ্গুলী, পৌর যুবলীগের আহ্বায়ক নূরুল ইসলাম খান, যুবলীগ নেতা সুমন খান, ছাত্রলীগ নেতা আবু হানিফ খান বাপ্পি, সাদ্দাম, পিপুলসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা জনানা, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেন আব্দুল হান্নান তালকদার শামীম। এর পরবর্তী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আব্দুল হান্নান তালুকদার শামীমকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি নৌকার বিদ্রোহী হওয়ায় ২০২০ সালের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিক পত্রে তার মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া তিনি বিভিন্ন নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গত ১১ অক্টোবর মদন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিদ্রোহী আব্দুল হান্নান তালুকদার শামীমের সাধারণ সম্পাদক করা হয়েছে। দলের বিদ্রোহীকে অব্যাহতি দিয়ে মূল ধারার রাজনৈতিক নেতাকে সাধারণ সম্পাদক করার দাবি জানান তারা।

About admin

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *