পটুয়াখালীর বাউফল উপজেলায় এক যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নেতার নাম মো. রিয়াদুল ইসলাম বাবু। তিনি উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, নির্জন ঘরে বসে ইয়াবা সেবন করছেন যুবলীগ নেতা রিয়াদুল ইসলাম বাবু।
মুখে ইয়াবা সেবনের পাইপ। কেউ একজন তার মুখে ফয়েল ধরে আছেন। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ছবিটি তুলেছেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেন।
এ ব্যাপারে যুবলীগ নেতা রিয়াদুল ইসলাম বাবু বলেন, আমি ইয়াবা সেবন করি না এবং এর সঙ্গে জড়িত নই। আমার মুখে ধরিয়ে দিয়ে ওরা ছবি তুলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
বাউফল থানা পুলিশের ওসি আল মামুন বলেন, আমি দেখিনি। যদি ওই রকম কিছু হয়, আমরা আইনগত ব্যবস্থা নেব।