সংসদে বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে দলের পক্ষ থেকে গাড়িতে পতাকা ব্যবহার না করতে বলার প্রতিবাদে বি’ক্ষো’ভের ডাক দিয়েছেন তার অনুসারী নেতাকর্মীরা।
সোমবার টাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, মহানগর উপজে’লায় এই বি’ক্ষো’ভ অনুষ্ঠিত হবে বলে আজ বিকালে ঢাকা টাইমসকে জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, খুলনা, খুলনা মহানগর, রংপুর, রংপুর মহানগর, নোয়াখালী, নাটোর, নড়াইল, সিলেট বিভাগ, যশোর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়ায় কর্মসূচি পালনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।’
‘একই দিন আরও কয়েকটি বিভাগ, মহানগর ও জে’লায় বি’ক্ষো’ভ কর্মসূচি দেয়ার বিষয়ে আম’রা নিজস্ব ফোরামে আলোচনা করছি। এই বৈঠক শেষে রাতে চূড়ান্ত কর্মসূচি গণমাধ্যমকে জানিয়ে দেয়া হবে।’
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে ফিরে রওশন এরশাদ নীতিগতভাবেই গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। এছাড়া রওশন এরশাদের ডা’কা আগামী ২৬ নভেম্বরের কাউন্সিল বাতিল না করলে তাকে দল থেকে বহিষ্কার করারও সিদ্ধান্ত হয়েছে প্রেসিডিয়াম বৈঠকে।’
গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে তীব্র প্রতিক্রিয়া জানান রওশনপন্থীরা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদের ভিডিওবার্তা প্রচার করেন দলে তার অনুসারীরা। সেখানে তিনি আসন্ন কাউন্সিল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
শা’রীরিক অ’সুস্থতা নিয়ে ১১ মাসের বেশি সময় ধরে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সেখানে বসেই তিনি বিভিন্ন বিবৃতি পাঠাচ্ছেন গণমাধ্যমে।