বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলনের মাত্র রিহার্সাল চলছে, ফাইনাল খেলা এখনও শুরু হয় নাই। আত্মরক্ষায় সবার হাতে লাঠি রাখতে হবে হামলা হলে পাল্টা হামলা।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে ঢাকা মহানগর উত্তর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে গয়েশ্বর বলেন, কাদের সাহেব হামলাকারীদের বিচার করেন। না হয় আপনাদের এক সময় বিচার হবে। দেশ কারো বাবার নয় দেশ জনগণের। বাড়ি বাড়ি তালিকা কইরেন। পুলিশের তালিকা স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ে আছে।
তিনি বলেন, এ সরকারের পতন নিশ্চিত করে বিএনপি নির্বাচনে যাবে। আন্দোলন আগে পরে নির্বাচন। মাত্র রিহার্সেল ফাইনাল খেলা শুরু হয়নি।
গয়েশ্বর বলেন, ভারতে সাহায্য আনতে গিয়ে সাহায্য পায়নি। এবার ভারত ব্যক্তি বা দলের পক্ষে নয় গণতন্ত্রের পক্ষে থাকবে