আওয়ামী লীগের একলা চলো নীতি আত্মঘাতী: ইনু

আওয়ামী লীগের একলা চলো নীতি আত্মঘাতী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, বাজার সিন্ডিকেট, সম্পদ লুটকারী, ক্ষমতাবাজী ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা এ ৪ বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করার বিকল্প নেই।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাসদের খুলনা বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ১৪ দলীয় জোট একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের, প্রগতিশীল দলগুলোর আদর্শিক। চারটি বিপদ মোকাবিলা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। একলা চলো নীতি পরিহার করতে হবে। ১৪ দলীয় জোটকে শক্তিশালী অবস্থানে নিয়ে আগামী নির্বাচন করতে হবে।

জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

About admin

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *