বান্দরবান সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মিয়ানমারের ৩টি মর্টার শেলের আঘাতে ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ির তমব্রু’র নো ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এছাড়া তমব্রু সীমান্ত এলাকায় আরও একটি মর্টার শেল ছোড়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এর আগে, বিকেলে একই সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হনবিষয়টি নিশ্চিত করে সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গরু আনতে গিয়ে হঠাৎ মাইন বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন অং ক্যাথান নামে এক যুবক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মারা গেছে তার গরুটি। তবে, বিষয়টি স্থানীয় প্রশাসন এখনও নিশ্চিত করেনি।