নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে আরেকটি ব্যর্থ নির্বাচনের রোডম্যাপ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকে (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে একটি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সুজন সম্পাদক বলেন, দলীয় সরকারের অধীনে আগের দুটি নির্বাচনও ব্যর্থ হয়েছে। তারপরও আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে।
ইসি, তাদের কর্মকাণ্ড ও ইভিএমে তাদের আস্থা নেই জানিয়ে ড. বদিউল আলম বলেন, দেশের ইতিহাসে ১১টির মধ্যে চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য ছিল। আর দুটি নির্বাচন হয়েছে একতরফা।
নির্বাচনকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে আবারও তারই পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক।
আরও পড়ুন: দমনপীড়নেও আন্দোলন থামানো যাবে না: ফখরুল
সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) মোংলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজনের মোংলা শাখা সভাপতি ফ্রান্সিস সুদান হালদার।