ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে।ব্রিটিশ রাজের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার। বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বাকিংহাম প্রাসাদের এ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়, ‘বালমোরালে রানি আজ বিকেলে শান্তিতে মারা গেছেন।

আজ রাতে রাজা ও রানির সঙ্গীরা বালমোরালেই অবস্থান করবেন এবং আগামীকাল তাঁরা লন্ডনে ফিরবেন।’বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যের রাজা হিসেবে তাঁর বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণ করছেন। এর মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।

About admin

Check Also

আজ থেকে ২১ প্রেক্ষাগৃহে মৌ খানের ‘যেমন জামাই তেমন বউ’

আজ শুক্রবার সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *