নামাজরত অবস্থায় বৃদ্ধের লাখ টাকার ব্যাগ চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার একটি মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ ওই ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, যাত্রাপুর হাট সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে। হাটের দিন এখানে অনেক মানুষের সমাগম ঘটে। বেলাল মুন্সি জোহরের নামাজ পড়তে আসেন।

নামাজ আদায় করার সময় বাজার ব্যাগের ভেতরে টাকার ব্যাগও রাখেন। নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার টাকার ব্যাগ আমার সামনে রাখি। নামাজরত অবস্থায় সিজদা দিলে কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেছি পাইনি। ঘটনা যাত্রাপুর হাট কমিটিকে জানিয়ে অবশেষে বাড়ি চলে আসি।যাত্রাপুর হাট কমিটির সভাপতি চিনু মিয়া বলেন, বৃদ্ধের টাকা হারানোর বিষয়টি শুনেছি।

হাট কমিটির পক্ষ থেকে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মোঃ. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *