পঞ্চগড়ে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার ঝলঝলি কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভিড় করে। এনিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলেছে চক্রের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করতে দেখে এগিয়ে যান সামসুর হক। এসময় কয়েকটি কবরের মাটি ও বাঁশ অন্যত্র দেখতে পান তিনি। মুহূতের মধ্যে বিষয়টি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
এসময় চুরি হয়ে যাওয়া আত্মীয় স্বজনেরা তাদের মৃত স্বজনদের কবর দেখতে থাকে। ১০টি কবর খুড়ে ৭টি কবর থেকে কঙ্কাল নিয় যায় চোর চক্রটি।পরে ফাঁকা থাকা কবর গুলোতে মৃতের স্বজনেরা মাটি দেন। আটোয়ারী থানার ওসি মো. সোহেল রানা জানান, ১০টি কবর খোরা পেয়েছি। এর মধ্যে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। ঘটনাস্থলেই ট্রাউজার প্যান্টটি শার্ট পাওয়া গেছে আমরা চক্রটিকে সনাক্ত করার চেষ্টা করছি।