স্কুলের টয়লেটে মিলল ছাত্রের মরদেহ

শেরপু‌র সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজা‌রে অবস্থিত ড্যাফডিল প্রিপারেটরি অ্যান্ড হাই-স্কুলের টয়লেট থেকে ইমন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ইমনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। সে ওই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্কুলের নৈশপ্রহরী টয়লেটে তার মরদেহ দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেন। পরে প্রধান শিক্ষকের কাছে খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের মা রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ইমন স্কুল থেকে বাড়ি ফেরে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে নানীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফেরেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বাংলঅনিউজকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি।

About admin

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *