ইতোমধ্যে গম ও আটা রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে দেশটির কেন্দ্রীয় সরকার। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে খাদ্যপণ্যটির উৎপাদন কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে পারে তারা।
শুক্রবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে ভারতীয় সরকার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক ভারত। এবার ১০০ শতাংশ ভাঙা চাল রপ্তানিতে সীমিত করতে চাচ্ছে দেশটি।
এমনটি হলে বিশ্বব্যাপী চালের দাম বেড়ে যাবে। কারণ, বিশ্বে চাহিদার ৪০ শতাংশ ভোগ্যপণ্যটি সরবরাহ করে তারা। ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা মহাদেশের গরিব দেশগুলো। কারণ, তারা প্রধান খাদ্যশস্য হিসেবে এটি আমদানি করে।