কমিটি অনুমোদনের জন্য ফেনসিডিল কেনার টাকা চাইলেন নেতা

পিরোজপুরের নাজিরপুর বিএনপির সহযোগী সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল কবীর ওরফে সিপনের বিরুদ্ধে দলে পদ দেওয়া প্রলোভন দেখিয়ে মাদক কেনার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। এনামুল কবিরের কণ্ঠের ছয় মিনিট ৩২ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে তাকে বলতে শোনা যায় কমিটি অনুমোদনের জন্য ওই টাকা দিয়ে সংগঠনের জেলা কমিটির এক নেতাকে ফেনসিডিল কিনে দিতে হবে। তবে এ বিষয়ে জানতে চাইলে এনামুল কবির এসব অভিযোগ অস্বীকার করেন।

তবে এ বিষয়ে অভিযোগকারী পলাশ শেখ সত্যতা স্বীকার করে বলেন, গত ২০ জুলাই ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কথোপকথন আমার ও এনামুল কবীরের। তখন আমার কাছে এনামুল কবীর দুই হাজার টাকা দাবি করেছিলেন। ওই টাকা দিয়ে জেলার নেতাদের ফেনসিডিল কিনে দিয়ে কমিটি অনুমোদন করবেন বলে জানান। তিনি পদ দেওয়ার কথা বলে আরো অনেকের কাছে টাকা নিয়েছেন বলে শুনেছি। ‘

তবে এনামুল কবিরের ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগটি সত্য নয়। বিরোধীরা এ চক্রান্ত করেছে।

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টুংকা জানান, আমরা এ বিষয়ে জানতে পেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

About admin

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *