মৃত চিকিৎসক রোগী দেখছেন রাবেয়া হাসপাতালে!

পাঁচ বছর আগে মারা যাওয়া এক চিকিৎসক ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতালে রোগী দেখছেন! শুনতে আবাক লাগলেও র‌্যাবের অভিযোনে সেই মৃত (!) চিকিৎসক আবার পালিয়েও গেছে। মৃত চিকিৎসকের নাম, পদ, পদবী ও সার্টিফিকেট ব্যবহার করে ডিএম আকরাম হোসেন নামে এক ভুয়া ডাক্তার রোগী দেখতেন। নামের সঙ্গে কিছুটা মিল থাকায় রোগী ও প্রশাসন বিষয়টি বুঝতে পারকেন না।

শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ স্বাস্থ বিভাগ ও র‌্যাবের একটি দল রাবেয়া হাসপাতালে অভিযান চালায়। র‌্যাবের আগমনের খবর পেয়ে ভুয়া চিকিৎসক ডিএম আকরাম হোসেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ শনিবার বিকালে জানান, ডিএম আকরাম হোসেন দীর্ঘদিন যাবত আকরাম হোসেন দিনার নামের একজন মৃত ডাক্তারের সার্টিফিকেট নিজের দাবি করে রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি।

About admin

Check Also

মাটির নিচের ‘বিমান ঘাঁটি’র ভিডিও প্রকাশ করলো ইরান

কয়েক বছর ধরেই অন্যদের অজান্তে বিমান ঘাঁটি তৈরির কাজ চালাচ্ছিল মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিসমৃদ্ধ দেশ ইরান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *